1. live@www.sangbadeisamay.com : news online : news online
  2. info@www.sangbadeisamay.com : সংবাদ এই সময় :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :

অতিবৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা পরিজার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি

বিগত কয়েকদিন ধরে দেশব্যাপী ও বিশেষ করে পার্বত্য অঞ্চলে টানা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ও বন্যার কারণে ব্যাপক ভূমিধস ও প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের এই মুহূর্তে আশুকরণীয় হলো পার্বত্য জেলাসহ সব ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোর ওপরে, পাদদেশে বসবাসকারী জনসাধারণকে নিরাপদে সরিয়ে আনা। আর এর ব্যত্যয় ঘটলে ব্যাপক প্রাণহানির আশংকা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছে পরিবেশ ও জলাবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা)।

আজ শুক্রবার (২৩ আগস্ট) পরিজার সভাপতি প্রকৌশলী মো. আবদুস সোবহান ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ধারাবাহিকভাবে বৃষ্টি ও অতিবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে।

এই বৃষ্টিপাতের প্রভাবে পাহাড়গুলোর ভূমিস্তর খুবই নাজুক অবস্থায় রয়েছে। বিগত যেকোনো বছরের তুলনায় এই সময়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। এটা আরো কিছুদিন চলবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তাই এই মুহূর্তে বন্যার পাশাপাশি পাহাড় ধ্বসের প্রকট আশংকা দেখা দিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, সমুদ্র নিকটবর্তী যেসকল পাহাড়গুলো রয়েছে বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজারে সেখানে অতিবৃষ্টির সাথে জোয়ারের পানি আটকে থাকায় পাহাড়ধসের আশংকা আরো বেশি। প্রতিবছরই পাহাড়ধসে অনেক প্রাণহানির ঘটনা ঘটে। নির্বিচারে পাহাড়কাটা ও ধ্বংসের ফলে দিনদিন পাহাড়ধসও বৃদ্ধি পাচ্ছে। তাই এই মানবিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য অবিলম্বে ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সরকারকে আশু উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত